৪০০ টাকার গয়না সাড়ে ৮ কোটিতে বিক্রি, মার্কিন দূতাবাসে অভিযোগ নারীর

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৮:১৭
শেয়ার :
৪০০ টাকার গয়না সাড়ে ৮ কোটিতে বিক্রি, মার্কিন দূতাবাসে অভিযোগ নারীর

প্রায় সাড়ে ৮ কোটি টাকায় স্বর্ণালংকার কিনেছিলেন এক মার্কিন নারী। ভারতে কেনা সেই অলঙ্কার যুক্তরাষ্ট্রের প্রদর্শনীতে নিয়ে জানতে পারেন, সেগুলো নকল। ভারতে এসে প্রতারণার বিষয়টি পুলিশ ও মার্কিন দূতাবাসে জানান তিনি। এরপর শুরু হয় তদন্ত। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৪০০ টাকা মূল্যের নকল সেই গয়না ছয় কোটি রুপিতে (বাংলাদেশি টাকায় ৮ কোটি ৪৪ লাখ) কেনেন চেরিশ নামের ওই মার্কিন নারী। ভারতের রাজস্থানের জয়পুরের জোহরি বাজার থেকে সেই গয়না কিনেছিলেন তিনি। এরপর তা যুক্তরাষ্ট্রে নিয়ে যান।

গত এপ্রিলে সেই অলংকার যুক্তরাষ্ট্রের এক প্রদর্শনীতে দেখানো হয়। সেখানেই ধরা পরে, এগুলো নকল স্বর্ণ। এরপর চেরিশ ভারতে চলে যান। দোকানমালিক গৌরভ সোনিকে জিজ্ঞাসাবাদ করেন।

গৌরভ সনি বিষয়টি অস্বীকার করলে পুলিশের দ্বারস্থ হন চেরিশ। যোগাযোগ করেন দেশটির মার্কিন দূতাবাসে। এরপর জয়পুর পুলিশ তদন্ত শুরু করে।

US Woman Buys Fake Jewellery Worth Rs 300 For Rs 6 Crore In Jaipur

পুলিশকে ওই মার্কিন নারী জানান, গত ২ বছরে বেশ কয়েক কিস্তিতে গৌরভকে ৬ কোটি রুপি দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা।

পুলিশ জানায়, এ ঘটনার পর পলাতক রয়েছেন গৌরভ ও তার বাবা রাজেন্দ্র সোনি। তারা ঘটনাটি তদন্ত করছে।