ভারতে তীব্র গরমে আরও ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ১৫:৫৪
শেয়ার :
ভারতে তীব্র গরমে আরও ৮ জনের মৃত্যু

ভারতের ওড়িশ্যায় তীব্র তাপপ্রবাহে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্থানীয় প্রশাসন জানায়, গত ৭২ ঘণ্টায় গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভারতজুড়ে চলছে তীব্র দাবদাহ। ইতিহাসে এত দীর্ঘসময় দেশটিতে তীব্র গরম বিরাজ করেনি। আনুষ্ঠানিক হিসেব অনুযায়ী, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশটিতে গরমের কারণে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

দেশটির  কর্মকর্তারা বলছেন, ভারত এখন পর্যন্ত দীর্ঘতম তাপপ্রবাহের মাঝখানে রয়েছে।   সম্প্রতি কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। ভারথীয় আবহাওয়া দপতএরর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘প্রায় ২৪ দিন ধরে দেশের বিভিন্ন অংশে তীব্র তাপ অনুভব হয়েছে।’

ভারতের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা বলেন, চলমান তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওড়িশ্যার মানুষ। রাজ্যটিতে গত কয়েকদিন আগে থেকে বাতাসের আদ্রতা উল্লেখযোগ্যহারে কমে গেছে।