ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ বিক্রির সময় যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
১১ জুন ২০২৪, ১৫:৪৯
শেয়ার :
ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ বিক্রির সময় যুবক আটক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ বিক্রির সময় ছয়ফুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মদনপুর গ্রামের স্লুইস গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মদনপুর গ্রামের হেলিম উদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, মদনপুর গ্রামের সামনে স্লুইস গেট এলাকায় মাদকবিক্রেতারা ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদের বোতল বেচা-কেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে ওই এলাকায় অভিযান চালায়। এসময় ২২০ বোতল (৪৭ লিটার) ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদসহ ছয়ফুলকে আটক করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, ‘আটকের পর ছয়ফুলের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মৃদুল কান্তি সরকার বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত আছে। এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।’