রাজধানীতে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
রাজধানীর গুলিস্থানে হানিফ ফ্লাইওভারের ঢালে পিকআপভ্যানে ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উপস্থিত জনতা পিকআপভ্যানের চালককে আটক করে গণধোলাই দেন। পরে দুই চালককেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মোটরসাইকেলচালক কে মৃত ঘোষণা করেন। গণধোলাইয়ের শিকার পিকআপভ্যানের চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, গুলিস্তানের দিকে নামার পথে হানিফ ফ্লাইওভারের ঢালে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত মোটরসাইকেলচালকের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মোটরসাইকেলের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, গণধোলাইয়ের শিকার পিকআপভ্যানের চালকের অবস্থা আশঙ্কাজনক। তার পরিচয়ও জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।