সামিনা চৌধুরীর ‘আবার যদি দেখা হয়ে যায়’

বিনোদন প্রতিবেদক
১০ জুন ২০২৪, ১৩:২৫
শেয়ার :
সামিনা চৌধুরীর ‘আবার যদি দেখা হয়ে যায়’

কিছুটা বিরতি কাটিয়ে আবারও গানের ভুবনে সরব হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। চলতি বছর বেশ ক’টি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সবশেষ গেয়েছেন রুখসানা পারভীন সুরমার কথা ও মুরাদ নূরের সুরে ‘মেঘবরষা’ গানে। এর সংগীত করেছেন মুশফিক লিটু।

এবার সামিনা কণ্ঠ দিলেন ‘আবার যদি দেখা হয়ে যায়’ শিরোনামের নতুন একটি গানে। রাজু চৌধুরীর কথায় এর সুর করেছেন এহসান রাহী। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ। এটি থাকছে আসন্ন ঈদে।

নতুন গান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘দারুণ একটি গানে কণ্ঠ দিলাম। স্মৃতিচারণ নিয়ে রাজু চৌধুরীর লেখা গানটি অসম্ভব ভাল লেগেছে। আশা করি, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ‘শব্দ কারিগর’র চার বছর পূর্তি ও ঈদ উপলক্ষে ‘আবার যদি দেখা হয়ে যায়’ প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে।