সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন নিখোঁজ

সিলেট ব্যুরো
১০ জুন ২০২৪, ১২:৫৮
শেয়ার :
সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন নিখোঁজ

সিলেট নগরীতে টিল ধসের ঘটনায় একই পরিবারের ৩ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা। তবে বৃষ্টির কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।

আজ সোমবার সকাল ৬ টার দিকে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় টিলা ধসের ঘটনা ঘটে। এ সময় দুটি পরিবারের ৭ জন মাটি চাপা পড়ে। তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আহমদ জানান, ভারী বৃষ্টি, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে সিলেটে টিলা ধসের ঘটনা ঘটল। টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা এই আধাপাকা বাড়িটিতে ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৭ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক পরিবারের ৪ জনকে উদ্ধার করে হাসাপাতলে পাঠিয়েছেন। অন্য পরিবারের ৩ জন এখনো আটকা আছেন। বৃষ্টির কারণে উদ্ধার আভিযানে বেগ পেতে হচ্ছে।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ভারী বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধাপাকা ঘরের ওপরে পড়েছে। এর নিচে ৩ জন লোক আটকা পড়েছেন।