গাছের মগডাল থেকে তরুণকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজবাড়ী প্রতিনিধি
০৯ জুন ২০২৪, ১৮:০৯
শেয়ার :
গাছের মগডাল থেকে তরুণকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানসিক ভারসাম্যহীন কবির (১৭) নামের এক তরুণকে গাছের মগডাল থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। স্থানীয়রা কবিরকে গাছের মগডাল থেকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ওই তরুণকে উদ্ধার করে।

আজ রবিবার দুপুর পৌনে ২টার সময় উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী হাই স্কুলের গেট সংলগ্ন গাছ থেকে কবিরকে উদ্ধার করা হয়। কবির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের নবগ্রামের শুকুর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদী হাই স্কুলের গেট সংলগ্ন গাছের মগডালে উঠে বসে থাকে মানসিক ভারসাম্যহীন কবির। তাকে দেখে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয় স্থানীয়রা। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। তারা এসে তাকে গাছের মগডাল থেকে নামিয়ে আনে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সৈয়দ শরাফাত আলী তুহিন বলেন, দুপুর পৌনে ১টার দিকে খবর পাই একটি ছেলে গাছের মগডালে উঠে বসে আছে। স্থানীয়ভাবে চেষ্টা করে তাকে নামাতে পারছে না। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌনে ২টার দিকে গাছ থেকে অক্ষত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।