‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা বার্তা দেন, এতে আমি খুশি’
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিকরা আমাকে দেশের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে বিভিন্ন বার্তা দেন। এতে আমি খুশি হই। স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমার কাছে আসে। আমি চেষ্টা করব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি সেই আস্থা ও স্বপ্নটা সুষ্ঠুভাবে পূরণ করতে পারি।’
আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টাস ফোরামের আয়োজিত বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি এসিড বার্ন নিয়ে আজ করেছি। সাংবাদিকদের নিউজ এবং টেলিকাস্টের ফলে বিপুল জনমত ও সচেতনতা তৈরি হয়েছিল। যার ফলে বার্ন হসপিটাল করা সম্ভব হয়েছিল। এ জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।’
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রান্তিক পর্যায়ে রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।’
বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও বিএস আরএফ সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা। উপস্থিত ছিলেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার