নওয়াজ শরীফের দল ছাড়লেন সিন্ধের সাবেক গভর্নর মুহাম্মদ জুবাইর
পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ছাড়ার ঘোষণা দিয়েছেন দেশটির সিন্ধ প্রদেশের সাবেক গভর্নর মুহাম্মদ জুবাইর। তিনি জানিয়েছেন বন্ধুদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের রাজনৈতিক পদক্ষেপ নির্ধারণ করবেন তিনি।
সম্প্রতি নওয়াজ শরীফের দল ছেড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট রাজনীতিবিদ। যাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলও আছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
রাওয়ালপিন্ডির বিভাগীয় কমিশনার যখন নির্বাচনের ফল নিয়ে অভিযোগ করেন তখন জুবাইর বলেছিলেন যে পিএমএল-এন এর প্রকাশ্যে হার মেনে নেওয়া উচিত। ধারণা করা হচ্ছিল তখন থেকে তাদের মধ্যে সম্পর্কের চির ধরেছে। তবে জুবাইর নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কি তা নিশ্চিত নয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস