নির্ঝরের কথা ও সুরে ৫৪ শিল্পীর গান

বিনোদন প্রতিবেদক
০৯ জুন ২০২৪, ১৪:৫৩
শেয়ার :
নির্ঝরের কথা ও সুরে ৫৪ শিল্পীর গান

বাংলা গান নিয়ে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর। দেশের কয়েক প্রজন্মের ৫৪ কণ্ঠশিল্পী গেয়েছেন তার লেখা ও সুরে ৬৩টি মৌলিক গান। আর সপ্তাহে দুটি করে গান প্রকাশিত হবে গানশালা ইকেএনসির ইউটিউব চ্যানেলে।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে সংকলনটির প্রথম পর্বের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এই সংকলনের নাম ‘যেটা আমাদের নিজের মতোন’। অনুষ্ঠানে সংকলনের শিল্পী ও কলাকুশলীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিত্ব ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অনুষ্ঠানে এনামুল করিম নির্ঝর জানান, সংকলনটির ৯টি পর্বে ৭টি করে গান রয়েছে। এই প্রকল্পে সংগীতায়োজক হিসেবে কাজ করেছেন ১৩ জন সংগীত পরিচালক। অ্যালবামের গানগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি (এক নির্ঝর কোলাবরেশানস) ও গানশালা। ৯টি পর্বের সবগুলো গান ধারাবাহিকভাবে অন্তর্জালে উন্মুক্ত হবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। যার শুরুটা হয়েছে গতকাল রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া গান দিয়ে।

সংকলনের বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুজিত মোস্তফা, শায়ান চৌধুরী অর্ণব, বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল ও কোনালের মতো পরিচিত ও প্রতিষ্ঠিত শিল্পীদের বাইরে নতুন প্রজন্মের তরুণ ও নবাগত শিশু শিল্পীরাও।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ তার সমাপনী ও আশীর্বাদ বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশে ষাটের দশকের প্রজন্মকে এখন পর্যন্ত শ্রেষ্ঠ প্রজন্ম ভাবা হয়, কেননা ঐ প্রজন্মের হাত ধরে দেশ স্বাধীন হয়েছে। এই প্রজন্ম থেকে দেশের মেধাবী, জ্ঞানী ও গুণী মানুষেরা বের হয়ে এসেছেন। কিন্তু এরপরই দেশে মেধার চর্চা কমে গেছে। দেশের ৮০ ভাগ মেধাবী শিক্ষার্থী বাইরে চলে যায়, এটা দেশের জন্য কোনও ভালো উদাহরণ নয়। এর ফলে দেশে মেধার বিনিয়োগ হয় না।’

তিনি জানান, স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে যারাই কাজ করে তাদের পীঠে হাত চাপড়িয়ে উৎসাহ দিতে উনি কখনও কার্পণ্য করেন না। এনামুল করিম নির্ঝরের এই উদ্যোগ তার মধ্যে অন্যতম।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে এতগুলো গান একসঙ্গে প্রকাশের ঘটনা বিরল। এর আগে, ২০১৫ সালে ‘এক নির্ঝরের গান’ উদ্যোগের মাধ্যমেই প্রকাশিত হয় ১০১টি মৌলিক বাংলা গানের সংকলন- ‘এক নির্ঝরের গান: ১০১’।