যুক্তরাষ্ট্রে দুই দিনব্যাপী লালন উৎসব
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই দিনব্যাপী আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ১৯ ও ২০ অক্টোবর দেশটির কুইন্সে জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এ উৎসবের আয়োজন করা হবে। এবারের আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের আয়োজক যুক্তরাষ্ট্রের লালন পরিষদ।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত সূচি তুলে ধরেন সংগঠনের প্রধান উপদিষ্টো নুরুল আমিন বাবু। উপস্থিত ছিলেন সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন, বরেণ্য বংশীবাদক গাজী আব্দুল হাকিম, বাউল শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লাসহ অনেকে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এক লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৯ ও ২০ অক্টোবর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক লালন ও লোক উৎসবের আয়োজনের উদ্যোগ নিয়েছে লালন পরিষদ ইউএস। নিউইয়র্কের কুইন্সের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার নন্দন কানন নামে পরিচিত জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে উৎসব অনুষ্ঠান হবে। এবারের লালন ও লোক উৎসবে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। বিশেষ অতিথি থাকবেন ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন লালন গবেষক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম তোহা। উৎসবে সংগীথ পরিবেশন করবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন, বরেণ্য বংশীবাদক গাজী আবদুল হাকিম, কুষ্টিয়ার লালন আখড়া থেকে ফরাসি কন্যা লালন গবেষক দেবোরা জান্নাত, রাখি শবনম, বাউল শিল্পী কালা মিয়া ও মিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা। এছাড়া থাকবেন নিউইয়র্কের শিল্পীরা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’