এমপি আনার হত্যা /
সিয়ামকে নিয়ে অভিযান, মিললো হাড়গোড়
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে কলকাতার সিআইডি। অভিযানের সময় ভাঙড় এলাকায় একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
কলকাতার সংবাদমাধ্যম আন্দন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রবিবার সকালে আটক সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়।
হাড়গুলো দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেগুলো মানুষেরই। তবে এগুলো আনোয়ারুল আজিমেরই কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে পাঁচ কেজির মতো ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি এমপি আনারের, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
কলকাতার সিআইডির বরাতে আনন্দবাজার বলছে, উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ পরীক্ষা করতে এমপি আনারের মেয়েকে বাংলাদেশ থেকে তলব পাঠানো হয়েছে। তিনি কলকাতা গিয়ে নমুনা দেবেন বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস