আবারও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন আশরাফুজ্জামান

অনলাইন ডেস্ক
০৯ জুন ২০২৪, ০০:১৯
শেয়ার :
আবারও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন আশরাফুজ্জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো ২০২৩-২০২৪ সালের জন্য ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান খান (পুটন)। গতকাল শনিবার ক্লাবে অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন।

আশরাফুজ্জামান খান (পুটন) দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি এক্সিকিউটিভ অ্যাটায়ারের চেয়ারম্যান এবং ভারগো ডিস্ট্রিবিউশন্স লিমিটেডের (ট্রেড কনসালটেন্সি) পরিচালক।

প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ ২০২৩-২০২৪ সনের জন্য নির্বাচিত হন। পর্ষদের নব নির্বাচিত সদস্যরা হলেন-

১। মো. তপসির আহমেদ ২। মজহারুল হক শহিদ ৩। মিসেস কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি) ৪। ইসানুল হক ৫। রিয়াজ আহমেদ ৬। আব্দুর রহমান ৭। মো. রুহুল কুদ্দুস (কাজল) ৮। মাহবুবুর রহমান ৯। মিসেস আমবারিন ইসলাম ১০। মজিবুর রহমান মৃধা