আবারও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট হলেন আশরাফুজ্জামান
বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো ২০২৩-২০২৪ সালের জন্য ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আশরাফুজ্জামান খান (পুটন)। গতকাল শনিবার ক্লাবে অনুষ্ঠিত হয় ঢাকা ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের নির্বাচন।
আশরাফুজ্জামান খান (পুটন) দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি এক্সিকিউটিভ অ্যাটায়ারের চেয়ারম্যান এবং ভারগো ডিস্ট্রিবিউশন্স লিমিটেডের (ট্রেড কনসালটেন্সি) পরিচালক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ১০ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ ২০২৩-২০২৪ সনের জন্য নির্বাচিত হন। পর্ষদের নব নির্বাচিত সদস্যরা হলেন-
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
১। মো. তপসির আহমেদ ২। মজহারুল হক শহিদ ৩। মিসেস কুজেস্তা নুর-ই-নাহারিন (মুন্নি) ৪। ইসানুল হক ৫। রিয়াজ আহমেদ ৬। আব্দুর রহমান ৭। মো. রুহুল কুদ্দুস (কাজল) ৮। মাহবুবুর রহমান ৯। মিসেস আমবারিন ইসলাম ১০। মজিবুর রহমান মৃধা