রাজনৈতিক বিরোধের জেরে যুবককে হাতুড়িপেটার অভিযোগ
রাজবাড়ীর কালুখালীতে রাজনৈতিক বিরোধের জেরে পলাশ শেখ (৪০) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়েছে প্রতিপক্ষ। গতকাল শুক্রবার রাত ৮টার সময় উপজেলার মোহনপুর বাজারের ডিস লাইনের অফিস ঘরে আটকে তাকে হাতুড়ি পেটা করা হয়।
আহত পলাশ শেখ কালুখালী উপজেলার মোহনপুর গ্রামের রুস্তম শেখের ছেলে। তাকে গুরুতর অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন পলাশ বলেন, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ফোন করে মোহনপুর বাজারের রাসেল মোল্যার ডিসলাইনের অফিসে ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পাই রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেনের ছেলে রাসেল মোল্যার নেতৃত্বে তার ভাই সোহেল মোল্যা, জয়নাল শেখের ছেলে কামরুল শেখ, আজাহার বিশ্বাসের ছেলে জিল্লুসহ ২-৩ জন। সেখানে যাওয়া মাত্র তাদের অনুমতি ছাড়া কেন রেলমন্ত্রী জিল্লুল হাকিমের প্রগ্রামে গিয়েছিলাম জানতে চান এবং মদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর সাথে কেন চলাচল করি জানতে চান তারা। তারা বলেন, জমির ব্যবসা করে অনেক টাকা কামিয়েছিস, কেন টাকা দিস না। এর প্রতিবাদ করলে অতর্কিতভাবে তাদের অফিসের গোপন কক্ষে নিয়ে হাতুড়ি পেটা করা হয়। মারধর করে রুম থেকে বের করে ভ্যানে তুলে দেন তারা।
অভিযুক্ত রাসেল মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, রাত ১১টা ৫০ এর দিকে আহত অবস্থায় পলাশ শেখ নামের একজনকে জরুরি বিভাগে আনা হয়। তার শরীরে, পায়ে ও পিঠের বিভিন্ন অংশে আঘাতের চিহৃ দেখা গেছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।