ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৮ ফেরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৯:৫৯
শেয়ার :
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৮ ফেরি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত অতিরিক্ত ফেরি। ছবি: সংগৃহীত

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চালানো হবে ছোট-বড় ১৮টি ফেরি। যানবাহনের চাপ সামলাতে ইতোমধ্যে ফেরিগুলো ঘাট এলাকায় এনে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ্ মো. খালেদ নেওয়াজ।

স্থানীয়রা জানান, দৌলতদিয়া ঘাটে যানবাহনের অভাবে ফেরি অনেকটা অলস অবস্থায় আছে। ঢাকাগামী যানবাহনের অভাবে দৌলতদিয়া ফেরি ঘাট অনেকটাই ফাঁকা। ঈদের চাপ এখনো ঘাটে পড়তে শুরু করেনি। তবে শত শত গরু ভর্তি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছে।

ঝিনাইদাহ থেকে আসা গরুবোঝাই ট্রাকের চালক মজনু মিয়া জানান, ঝিনাইদাহ থেকে সকাল ৯ টায় ট্রাকটি ছেড়ে দুপুর ১ টায় দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। পথে কোনো দুর্ভোগ নেই। দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিট পাওয়ার পর বেলা দেড়টায় গরু ভর্তি ট্রাকটি ফেরিতে ওঠে।

বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মো. খালেদ নেওয়াজ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া এলাকায় অপরাধীদের দমনের জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে হেড অফিস থেকেও জানানো হয়েছে। ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্রুত যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৮টি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। ঈদে কোনো যানজটের শঙ্কা নেই। এখন এই রুটে ১১টি ফেরি চলাচল করছে।