বিজেপির কাছ থেকে ৬ মন্ত্রণালয় পাচ্ছেন নাইডু-নীতিশ
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছ থেকে ছয় মন্ত্রণালয় পাচ্ছে তাদের নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) দুই শরীক দল তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ)। এর মধ্যে টিডিপির চারজন ও জেডি(ইউ) থেকে দুই নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী হবেন।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, মন্ত্রিসভার শপথের একদিন আগে আজ এনডিএ’র বৈঠেকে টিডিপি ও জেডি(ইউ)-কে ছয়টি মন্ত্রণালয় দেওয়ার সিদ্ধান্ত হয়।
অন্দ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি থেকে রাম মোহন নাইডু, হরিশ বালাযোগী ও দগ্গুমল্লা প্রাসাদসহ চারজন মন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছে। অন্যদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিজ দলের পক্ষে মন্ত্রী হওয়ার জন্য জ্যেষ্ঠ নেতা লালন সিং ও রামনাথ ঠাকুরের নাম প্রস্তাব করেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জেডি(ইউ) নেতা লালন সিং বিহারের মাঞ্জার থেকে লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন। আর রাম নাথ ঠাকুর রাজ্যসভার সংসদ সদস্য। তিনি ভারতরত্ন পদকজয়ী কারপুরি ঠাকুরের ছেলে।
আগামীকাল রবিবার সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচন ২৯৩ আসন পেয়েছে এনডিএ জোট। এর মধ্যে ২৪০ আসন পেয়েছে বিজেপি। তবে সরকার গঠনে অন্তত ২৭২ আসন দরকার হয়। এ জন্য জোটসঙ্গীদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিহারে জেডি(ইউ) ১২টি আসন জিতেছে। অন্ধ্রপ্রদেশের টিডিপি পেয়েছে ১৬টি আসন। এ আসনগুলো নিয়ে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে। আর এ সুযোগে বিজেপির কাছে বিভিন্ন আবদার করেছেন জেডি(ইউ) প্রধান নীতিশ কুমার ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।