এই বাজেট ছিনতাইকারী-ডাকাতদের: দুলু

নাটোর প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৮:১৮
শেয়ার :
এই বাজেট ছিনতাইকারী-ডাকাতদের: দুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এই বাজেট ছিনতাইকারীদের, এই বাজেট অবৈধ টাকা অর্জনকারীদের, এই বাজেট ডাকাতদের। এ বাজেট কৃষকদের বাজেট না।

আজ শনিবার দুপুড়ে নাটোর সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মন্টুর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু আরও বলেন, বাংলাদেশ থেকে যারা টাকা লুট করে নিয়ে গেছে এটা তাদের বাজেট, জনগণের বাজেট এটা নয়।

সভার আলোচনা শেষে মজিবুর রহমান মন্টুসহ নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির নেতৃবৃন্দ।