কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৭:৫৪
শেয়ার :
কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়ে জখম

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রাফিউল ইসলাম বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোনা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার শাফায়েত হোসেন বলেন, গতকাল রাত ১০টার দিকে রাফিউল তার বন্ধুকে সঙ্গে নিয়ে রিকশায় বেনাপোলের রঘুনাথপুর সড়কে ঘুরতে যান। পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃওরা তাকে এলাপাথারী কুপিয়ে পালিয়ে য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রজাস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা, কেন তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের অভিযান চলছে।