ক্ষমা চাইলেন সোহম চক্রবর্তী
কঙ্গনা রানাউত চড়-কাণ্ড নিয়ে এখন উত্তপ্ত ভারত। সেই রেশ কাটতে না কাটতেই খবর এলো- এক রেস্তোরাঁর মালিককে চড় মেরেছেন টালিউড অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। গতকাল শুক্রবার রাতে কলকাতার নিউ টাউনে এ ঘটনা ঘটে। মারধরের বিষয়টি নিজেই স্বীকার করেছেন সোহম।
ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ঘটনার দিন নিউ টাউন সাপুরজি এলাকায় সোহমের শুটিং চলছিল। সেখানে একটি রেস্তোরাঁর বাইরে শুটিংয়ের অনেক গাড়ি রাখা ছিল। এ সময় রেস্তোরাঁর মালিক হোটেলের সামনে থেকে একটি গাড়ি সরিয়ে নিতে অনুরোধ করেন। সোহমের নিরাপত্তারক্ষীরা উত্তর দেন, বিধায়কের শুটিং চলছে, তাই এখান থেকে কোনো গাড়ি সরবে না।
এমন উত্তরে তখন কড়া ভাষায় গাড়ি সরাতে বলেন ওই রেস্তোরাঁ মালিক। বলেন, ‘বিধায়ক যেই হোক না কেন, গেট থেকে গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসবে।’
এমন কথার পরই শুরু হয় বাকবিতণ্ডা। হইচই শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোহম। একপর্যায়ে হাতাহাতি, এরপর ঘটে চড়-কাণ্ড। অভিযোগ উঠেছে, ওই রেস্তোরাঁর মালিককে চড়-ঘুষি-লাথি মারেন এই অভিনেতা। শুধু তাই নয়, রেস্তোরাঁ বন্ধের হুমকিও দেন তিনি।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সোহম বলেন, ‘রেস্টুরেন্ট মালিক নিরাপত্তারক্ষীদের ওপর চড়াও হয়েছিলেন। সেই বিবাদ থামাতে গেলে তিনি আমাকে এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। গালিগালাজও করেন। পুলিশকে ডেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।’
এদিকে রেস্তোরাঁ মালিকের পাল্টা অভিযোগ, বেআইনিভাবে পার্কিং করায় সমস্যা শুরু হয়। সোহম রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। ঝগড়ার সময় সোহম রেস্তোরাঁর কর্মচারীদের মারধর করেছেন।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
শুটিংয়ের মাঝে এমন ঘটনা ঘটায় সেখানে ছুটে গিয়েছিল পুলিশ। তারা অভিযুক্ত মালিককে আটক করে। এরপর শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান সোহম।
তবে এ ঘটনায় আজ শনিবার দুপুরে ক্ষমা চেয়েছেন এই অভিনেতা-বিধায়ক। একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাজ করা উচিত হয়নি বলে মন্তব্যও করেছেন।
সোহমের ভাষ্য, ‘আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কুকথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময় মাথা ঠিক রাখতে পারিনি। কিন্তু একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। আমার ভুল হয়েছে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’