বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

অনলাইন ডেস্ক
০৮ জুন ২০২৪, ১০:৪৭
শেয়ার :
বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। আজ শনিবার ভোর থেকে এলেঙ্গা থেকে শল্লা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়েছে ঘরমুখো মানুষ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই লিটন মিয়া জানান, বৃষ্টির কারণে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা আমসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাকের ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিকে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। পুলিশ সড়কে কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।