আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৮ জুন ২০২৪, ০৮:৩৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ শুক্রবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

রাষ্ট্রপতির কর্মসূচি

লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের ৩৭তম বার্ষিক জেলা কনভেনশন ২০২৪- এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা ১১টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

ভারতের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১০টায় ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধর্মমন্ত্রীর কর্মসূচি

হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। রওয়ানা দেয়ার আগে আশকোনায় হজ অফিসে (হজ ক্যাম্প) সকাল ৯টায় হজ ২০২৪- এর সার্বিক বিষয়াদি সম্পর্কে প্রেস ব্রিফ করবেন তিনি।

ভূমিমন্ত্রীর কর্মসূচি

ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সকাল সাড়ে ৯টায় ৬৩ নিউ ইস্কাটন রোডে বিয়াম ফাউন্ডেশনে কর্মসূচির উদ্বোধন হবে।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শিল্পমন্ত্রীর কর্মসূচি

‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ এবং ‘ইনস্টিটিউশনাল এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড ২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বেলা সাড়ে ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

ওবায়দুল কাদেরের কর্মসূচি

বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট পরবর্তী প্রেস ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডিএনসিসি মেয়রের কর্মসূচি

পরিবেশ দিবস উপলক্ষে বাইসাইকেল র‍্যালি জাতীয় সংসদ ভবন থেকে গুলশান-২ গোলচত্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ৮টায় শুরু হবে এ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

বিএনপি নেতাদের কর্মসূচি

‘রাজনীতির রহস্যপুরুষ’ হিসেবে খ্যাত মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেএসডি। সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এ সভায় প্রধান আলোচক থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় ডিআরইউ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

রওশন এরশাদের কর্মসূচি

বেলা ১১টায় গুলশানে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসভবনে দলের সম্মেলন পরবর্তী প্রেসিডিয়ামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রওশন এরশাদ।

এফবিসিসিআই’র কর্মসূচি

প্রস্তাবিত জাতীয় বাজেট ২০২৪-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। দুপুর ২টায় এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পুলিশের কর্মসূচি

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৩- এর চূড়ান্ত প্রতিযোগিতা বিকেল সাড়ে ৩টায় গুলিস্তানে জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান।

নিরাপদ খাদ্য দিবসের কর্মসূচি

বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ ফুড সেফটি ফাউন্ডেশনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। র‌্যালিটি সেচ ভবন থেকে শুরু হয়ে খামারবাড়ি গিয়ে শেষ হবে।