সড়কে পড়ে ছিল নারীর রক্তাক্ত মরদেহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জোরপুকুরপাড় নামক স্থানে সড়কের ওপর থেকে ঝুমা আক্তার (২০) নামের এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যা, আত্মহত্যা নাকি সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চত করতে পারেনি পুলিশ।
আজ শুক্রবার সকালে নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ওই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝুমা আক্তার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর সদর উপজেলার আবুল কাসেমের মেয়ে। মরদেহের পাশে যানবাহনের চাকার রক্তাক্ত দাগ সড়কে লেগে থাকতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, ভোরে ফজর নামাজের পর মুসল্লিরা সড়কের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ওই নারীর পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোষাক ছিল।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান জানান, ওই নারী রাত ১২টার দিকে তার বাড়িতে গিয়ে আশ্রয় চেয়েছিলেন। অপরিচিত হওয়ায় তিনি আশ্রয় দিতে রাজি হননি। তার কাছে ওই নারীকে এই এলাকার মনে হয়নি। সকালে ঘুম থেকে উঠে যানবাহনের চাপায় এক নারীর মৃত্যু সংবাদ শুনতে পান।
নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে সড়ক দুর্ঘটনার আলামত দেখতে পেয়েছি। এছাড়া যতটুকু জানতে পেরেছি, ওই তরুণীর মাথায় সমস্যা ছিল।