যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নারায়গঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২৪, ২০:৩৬
শেয়ার :
যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পুরোনো দ্বন্দ্বের জেরে মো. মনিরুজ্জামান ওরফে মনু নামের এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের মুরাদপুরে তাকে পেটানোর ঘটনা ঘটে। পরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢাকা) হাসপাতালে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবহনখাতে চাঁদাবাজি ও স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মনু ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর পুরোনো দ্বন্দ্ব রয়েছে।  মনুর ভাই প্রয়াত কামরুজ্জামান ওরফে কামু এক সময় একটি সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিতেন। কামুর স্বাভাবিক মৃত্যু হলেও এ দ্বন্দ্বের জেরে মনুর মা ও অপর দুই ভাই বিভিন্ন সময় প্রতিপক্ষের হামলায় নিহত হন। এবার মনুও প্রতিপক্ষের হামলায় নিহত হলেন।

মনুর স্ত্রী সাবিনা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকে কাপাসিয়ায় শ্বশুরবাড়িতেই বেশি সময় থাকতেন আমার স্বামী। কাঁচপুরে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে এসেছিল। এই খবর পেয়ে সন্ত্রাসী বাহিনীর প্রধান নুরা মিয়া ও তার ছেলেরা মিলে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।  আমি এর বিচার চাই।’

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘পুরোনো দ্বন্দ্বের জেরে এ খুন হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধেও অপরাধমূলক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।  আমরা পুলিশ এ খুনের ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনব। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’