বাজেটোত্তর সংবাদ সম্মেলনে বেনজীরের অবৈধ সম্পদ প্রসঙ্গ
সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ যদি ১৫ শতাংশ কর দেন তাহলে কি তার কালো টাকা বা সম্পদ সাদা হবে- সাংবাদিকদের এমন প্রশ্ন উঠেছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে।
আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করা হয়।
সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হয়- সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ বিপুল সম্পদের মালিক হয়েছে৷ বাজেটে বলা হয়েছে- ১৫ শতাংশ কর দিলে কালোটাকা সাদা হবে। সেক্ষেত্রে বেনজীর আহমেদ ১৫ শতাংশ হারে কর দিলে তার টাকাও সাদা হবে কিনা?
প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। তিনি বলেন, ‘দুদক তথ্য অনুসন্ধান করছে৷ অনুসন্ধানের পর নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাগজে (গণমাধ্যমে) খবরে এসেছে তিনি (বেনজীর আহমেদ) দেশের বাইরে আছেন। তিনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তথ্য অনুসন্ধানের তো সময় দিতে হবে। এরপর নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷ আগাম করে বলা- তাকে আমরা জেলে দিবো, ফাঁসি দিব, এটাও সঠিক না। যে যতই অপরাধ করুক, তিনি (বেনজীর) বাংলাদেশের নাগিরক তো। নাগরিক হিসেবে তার অধিকার যেটা থাকবে, সেটা বিচারব্যবস্থার পাবেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে, সাংবাদিকরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে প্রশ্ন করেন, সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। এ ক্ষেত্রে তিনি ১৫ শতাংশ কর দিলে তার অবৈধ সম্পদ বৈধ হয়ে যাবে কিনা?
জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা তো ফৌজদারি প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। এ ধরনের প্রক্রিয়ায় কীভাবে বৈধ হয়ে যাবে। এটা তো আইনি প্রক্রিয়া।’
অপ্রদর্শিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল বৈধ ব্যবসায়ীরা বেশি বেকায়দায় আছেন, অডিটজনিত কারণে তারা তাদের কিছু অ্যাসেট দেখাতে পারছেন না। সেজন্য আমরা প্রস্তাবটা করেছি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্যমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।