জেলের জালে উঠে এলো ভাই-বোনের মরদেহ
কক্সবাজারের রামুতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ জানান, বিকেল থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় স্থানীয় জেলে হাসমত উল্লাহ রেল লাইনের পাশের একটি ডোবায় জাল ফেলেন। এ সময় তার জালে ওই দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে তিনি পরিবারের সদস্যদের খবর দেন।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে বিষয়টি খতিয়ে দেখা হবে।