দূষিত বাতাসে শীর্ষে দিল্লি, অস্বাস্থ্যকর ঢাকা

অনলাইন ডেস্ক
০৭ জুন ২০২৪, ০৯:৫১
শেয়ার :
দূষিত বাতাসে শীর্ষে দিল্লি, অস্বাস্থ্যকর ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে ৪ নম্বরে অবস্থান করছে ঢাকা। আজ শুক্রবার ছুটির দিন সকাল ৯টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এ অবস্থান দেখা গেছে। এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

এদিকে, বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ভারতের দিল্লি ৩৮২ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে। ভিয়েতনামের হ্যানয় ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ১৬২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

৫১ থেকে ১০০ স্কোর হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

 এছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।