ডায়ালাইসিসের খরচ কমবে

অনলাইন ডেস্ক
০৬ জুন ২০২৪, ২১:২৭
শেয়ার :
ডায়ালাইসিসের খরচ কমবে

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কিডনি রোগীদের ডায়ালাইসিসের ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার কথা বলা হয়েছে। এর ফলে কমবে ডায়ালাইসিসের খরচ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন।

অর্থমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যখাতের উন্নয়নকে অগ্রাধিকার প্রদান করে বিগত বছরগুলোর মতো এবারও কতিপয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখা হয়েছে। কিডনি রোগীর ডায়ালাইসিসে ব্যবহৃত হয় এমন দুটি অত্যাবশ্যকীয় উপকরণ হচ্ছে ডায়ালাইসিস ফিল্টার এবং ডায়ালাইসিস সার্কিট। উক্ত পণ্য দুটির আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে হ্রাস করে ১ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করছি।’

তিনি বলেন, ‘স্পাইনাল নিডলের সুনির্দিষ্ট কোনো এইচ.এস কোড না থাকায় আমদানি পর্যায়ে শুল্কায়নে জটিলতা দেখা যাচ্ছে। তাই পণ্যটির নতুন এইচ.এস কোড সৃজন করে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারন করার প্রস্তাব করছি। চিকিৎসাসেবা সহজলভ্য করার ক্ষেত্রে সরকারের অব্যাহত নীতি সহায়তার অংশ হিসেবে অ্যাম্বুলেন্স হ্রাসকৃত শুল্কে আমদানির সুবিধা দেয়া হয়েছে। এক্ষেত্রে আমদানিতব্য অ্যাম্বুলেন্সে ন্যূনতম দৈর্ঘ্য নির্ধারিত না থাকায় শুল্কায়নে জটিলতা দেখা যায়। উক্ত জটিলতা নিরসনে আমদানির ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের প্যাসেঞ্জার কেবিনের ন্যূনতম দৈর্ঘ্য ০৯ ফুট ‍নিরূপণ করে দেওয়া যুক্তিযুক্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট এইচ.এস কোডের বর্ণনা পরিবর্তন করার সুপারিশ করছি।’

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘এ ছাড়া ক্যানসার রোগীদের চিকিৎসা আরও সুলভ করার উদ্দেশ্যে ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ প্রস্তুতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। ওষুধ উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় কাঁচামাল আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে অ্যাজিথ্রোমাইসিন নামক পণ্যটি সংযোজনের সুপারিশ করছি। একইসঙ্গে বিদ্যমান প্রজ্ঞাপনটি ২০১৪ সালে জারিকৃত বিধায় এতে কতিপয় কাঁচামাল একই নামে একাধিক টেবিলে অন্তর্ভুক্ত আছে, আবার কিছু কাঁচামালের ক্ষেত্রে নামের বানান ভুল আছে। এর ফলে শুল্কায়নে জটিলতা দেখা দিচ্ছে। উক্ত জটিলতা পরিহারের উদ্দেশ্যে এ সব ভুল সংশোধনপূর্বক বিদ্যমান প্রজ্ঞাপনটি বাতিল করে নতুন করে জারি করার প্রস্তাব করছি।’

তিনি বলেন, ‘ওষুধের কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান (এপিআই) কর্তৃক কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় নতুন কাঁচামাল অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। গত কয়েক বছর ধরে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে এবং পরিস্থিতি প্রতিবছরই আশঙ্কাজনক পর্যায়ে পৌছে যাচ্ছে। ডেঙ্গু কিট আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের জন্য ইতিপূর্বে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যা ২০১৯ খ্রিস্টাব্দে বাতিল হয়ে যায়। ফলে উক্ত প্রজ্ঞাপনের আওতায় অব্যাহতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানি করা যাচ্ছে না। তাই, ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে রেয়াতি সুবিধায় ডেঙ্গু কিট আমদানির লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করছি।’

অর্থমন্ত্রী বলেন, ‘চিকিৎসাখাতে বায়ো হাইজিনিক ইকুইপমেন্ট উৎপাদনে রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন পণ্য সংযোজন করার প্রস্তাব করছি। রেফারেল হাসপাতাল কর্তৃক চিকিৎসা যন্ত্রপাতি ও উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে বিদ্যমান আমদানি শুল্ক ১ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ ধার্য করার প্রস্তাব করছি।’