যে কারণে বাড়ছে কাজু বাদামের দাম
খোসা ছাড়ানো কাজু বাদাম আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক ও ১০ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে পণ্যটির দাম বাড়বে। আজ বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজু বাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজু বাদামকে প্রক্রিয়াজাত করতে কারখানা গড়ে উঠেছে। এ কারণে ২০২৩-২০২৪ অর্থবছরে কাজু বাদাম আমদানিতে ১৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করা হয়। কিন্তু পণ্যটি সাফটা চুক্তির বিপরীতে আমদানির ক্ষেত্রে মাত্র তিন শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য হয়। ফলে সাফটাভুক্ত দেশ থেকে কম শুল্কে পণ্যটি আমদানি হওয়ায় দেশিয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ অবস্থায় এই শুল্কহারের অসমতা দূর করতে যেকোনো জায়গা থেকে কাজু বাদাম আমদানিতে পাঁচ শতাংশ আমদানি শুল্ক ও ১০ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদে আজ ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি তার প্রথম বাজেট। নতুন অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এবারের বাজেট ঘাটতি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা।