দাম বাড়ছে লাইটের
এলইডি লাইট বা বাল্ব ও এনার্জি সেভিং লাইট উৎপাদনে উপকরণ আমদানির ক্ষেত্রে সরকার আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাড়ছে লাইটের দাম। আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ অধিবেশনের বাজেট আলোচনায় এ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
গত বাজেটে (২০২৩-২৪) এলইডি লাইট এবং এনার্জি সেভিং লাইট উৎপাদন করা প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণের উপর আমদানি শুল্ক শূন্য শতাংশ প্রযোজ্য ছিল। তবে এবার বাজেট অধিবেশনে তা ১০ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া এ প্রজ্ঞাপনটি আগামী ২০২৬ সালের জুন মাস পর্যন্ত কার্যকর রাখার সুপারিশও করা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নতুন এ বাজেটে সরকার আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকার মতো ব্যয় বাড়াতে চায়। চলতি অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে ৫ হাজার ৭৮৫ কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে অনুদানসহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। অর্থাৎ, আগামী অর্থবছরে ৪ হাজার ৪০০ কোটি টাকা অনুদান পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে।