সীমিত হচ্ছে বিদেশ থেকে স্বর্ণ-মোবাইল আনার সুযোগ
আসন্ন ২০২৪-২৫ বাজেটে ব্যাগেজ বিধিমালা পরিবর্তন করা হচ্ছে। সীমিত হচ্ছে স্বর্ণ ও মোবাইল আনার পথ। এবারের বাজেটের পর থেকে একজন প্রবাসী বা বিদেশ ফেরত ব্যক্তিরা তার ব্যবহৃত সর্বোচ্চ দুটি মোবাইল ফোন শুল্ককর পরিশোধ ছাড়া আনতে পারবেন। এর বাইরে একটি মোবাইল ফোন শুল্ক পরিশোধ সাপেক্ষে আনতে পারবেন। স্বর্ণের অলংকার ২২ ক্যারেটের বেশি হতে পারবে না। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, ৩০ হাজার টাকা দামের মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা, ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা দামের মোবাইলের জন্য ১০ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা বেশি দামের মোবাইলের জন্য ২৫ হাজার টাকা শুল্ক দিতে হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এছাড়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে কাস্টমস শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণালংকার (২৪ ক্যারেটের স্বর্ণ) আনার প্রবণতা বাড়ছে বলে মনে করছে সরকার। এ জন্য ২৪ ক্যারেটের স্বর্ণালংকার আনার সুযোগ বন্ধ হতে পারে। তবে ২২ ক্যারেট বা তার নিচের ক্যারেটের স্বর্ণালংকার ১০০ গ্রাম আনা যাবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
যাত্রীর সঙ্গে আনা হয়নি এমন ব্যাগেজ (ইউ-ব্যাগেজ) শুল্কছাড় সুবিধা পাবে না। এ ধরনের ব্যাগেজে আনা পণ্যভেদে শুল্ককর পরিশোধ করতে হবে। একইসঙ্গে যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা, ২০২৩-এর বিধি ২ এ স্বর্ণালংকারের সংজ্ঞা সংযোজন করার প্রস্তাব দেওয়া হয়েছে।