এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হচ্ছে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৪, ১৫:৩৫
শেয়ার :
এবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় যুক্ত হচ্ছে স্পেন

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস

আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হচ্ছে ইউরোপের দেশ স্পেন। আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ইউরোপীয় দেশ হিসেবে এই স্পেন এই তালিকায় যুক্ত হলো। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো ও চিলি।

মে মাসের মাঝামাঝি জাতিসংঘের শীর্ষ এই আদালত গাজার রাফায় অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল। একইসঙ্গে উপত্যকা থেকে সেনা প্রত্যাহারেরও আদেশ দেওয়া হয়েছিল। তবে

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৮১ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।