এক দশক পর ইমন সাহা

বিনোদন প্রতিবেদক
০৬ জুন ২০২৪, ১৩:৫৭
শেয়ার :
এক দশক পর ইমন সাহা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। প্রবাসে থেকেও সিনেমার গানে নিয়মিত আছেন এই সংগীতশিল্পী। তবে নাটকের গানে তাকে খুব একটা পাওয়া যায় না। এবার ঈদে সেই অভাব পূর্ণ করতে যাচ্ছেন ইমন সাহা।

প্রায় এক দশক পর ফের নাটকের জন্য গান তৈরি করেছেন তিনি। আর এটি থাকছে ঈদের বিশেষ নাটক ‘ঈদ ভ্যাকেশন’তে। গানটির কথা লিখেছেন ‘চলো নিরালায়’খ্যাত গীতিকবি জনি হক। গানটিতেও কণ্ঠ দিয়েছেন একই গানের শিল্পী অয়ন ও আনিসা।

গীতিকবি জনি হক বলেন, ‘আমি যতদূর জেনেছি প্রায় ১০ বছর পর ইমন দাদা নাটকের জন্য গান করলেন। সেই গানের কথা আমি লিখেছি। এটা ভালোলাগার বিষয়। আরও ভালো লাগছে গানটিতে কণ্ঠ দিয়েছেন অয়ন-আনিসা। যাদের কণ্ঠে আমার লেখা “চলো নিরালায়” তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। আশা করি, নাটকের গানটিও সবার ভালো লাগবে।’

‘ঈদ ভ্যাকেশন’ নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল। ঈদ উপলক্ষে নাটকটি উন্মুক্ত হবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।