নারী হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৬৩১৪১ জন
পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত প্রায় ৬৩ হাজার বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদিকে দেশটিতে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে জানানো হয়, গতকাল পর্যন্ত সর্বমোট ৬৩ হাজার ১৪১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ১৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৫৮ হাজার ৯৭৬ জন।
হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১২১টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৮টি, সৌদি এয়ারলাইন্সের ৩৮টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৫টি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বুলেটিন থেকে জানা গেছে, গতকাল বুধবার সৌদি আরবে একজন নারী হজযাত্রী মারা গেছেন। তার নাম মমতাজ বেগম (৬৩), পাসপোর্ট নম্বর এ০৫৪৯০৯৮৯। সৌদি আরবে এ পর্যন্ত মোট ১১ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১০ ও নারী একজন। মৃত হজযাত্রীদের মধ্যে মক্কায় আটজন, মদিনায় তিনজন মারা গেছেন।
এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।