যাদের আয়কর বাড়তে পারে

অনলাইন ডেস্ক
০৬ জুন ২০২৪, ১০:২৬
শেয়ার :
যাদের আয়কর বাড়তে পারে

স্বাধীন বাংলাদেশের ৫৩তম বাজেট উত্থাপন হবে আজ বৃহস্পতিবার। বিকেল ৩টায় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে সরকার ধনীদের ওপর বেশি কর আরোপ করে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি থেকে তুলনামূলকভাবে কম আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঘোষিত হতে যাওয়া অর্থবছরের বাজেটে সাড়ে ১৬ লাখ টাকার বেশি বার্ষিক আয়কারীদের ওপর নির্ধারিত করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হবে। বর্তমানে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা। এছাড়া এর পরবর্তী ১ লাখ টাকা আয়ের ওপর করহার ৫ শতাংশ। আগামী বাজেটেও এই হার অপরিবর্তিত থাকতে পারে।

বছরে সাড়ে ৭ লাখ টাকা আয় করা ব্যক্তিদের বর্তমানে ১০ শতাংশ হারে কর দিতে হয়। এবারের বাজেটে এই সীমা এক লাখ টাকা বাড়িয়ে সাড়ে ৮ লাখ টাকা করা হতে পারে, তবে করের হার আগের মতোই থাকবে। একইসঙ্গে পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর বহাল থাকলেও সীমা বেড়ে হতে পারে ৫ লাখ টাকা।

অর্থাৎ, বর্তমানে যে ব্যক্তি সাড়ে ১১ লাখ টাকা আয়ের ওপর ১৫ শতাংশ কর দেন, তিনি বছরে সাড়ে ১৩ লাখ টাকা আয় করেও একই সুবিধা ভোগ করবেন। অন্যদিকে সাড়ে ১৮ লাখ টাকা আয়ের ব্যক্তিরা আগামী অর্থবছরে ২০ শতাংশ কর সুবিধা ভোগ করবেন, যা বর্তমানে বছরে সাড়ে ১৬ লাখ টাকা আয়ের ব্যক্তিদের জন্য প্রযোজ্য।

অন্যদিকে, বর্তমানে সাড়ে ১৬ লাখ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ আয়কর আরোপ করা হয়। উচ্চ আয়ের এই শ্রেণির ওপর আগামী অর্থবছরে ৩০ শতাংশ কর নির্ধারণ করা হতে পারে।