আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
০৬ জুন ২০২৪, ০৮:২৭
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ বৃহস্পতিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;

প্রধানমন্ত্রীর কর্মসূচি

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপর ১২টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক শুরু হবে।এরপর বিকেল ৩টায় সংসদ অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি উপস্থিত থাকবেন।

বাজেট উত্থাপন

সংসদ ভবনে বিকেল ৩টায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 

আওয়ামী লীগের কর্মসূচি

সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ঘোষিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিছিল হবে। এতে থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

বিএনপির কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করবে জাসাস। বিকেল ৩টায় ডিআরইউ মিলনায়তনে এই সভা শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বেলা ১১টায় ডিআরইউর সাগর রুনি মিলনায়তনে আলোচনা সভা করবে তাঁতি দল। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নৌপুলিশের প্রেস ব্রিফিং

ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং করবেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ। সকাল সাড়ে ১০টায় গুলশান-১ এ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে ব্রিফিং শুরু হবে।

বাজেট প্রতিক্রিয়া

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাবে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সন্ধ্যা সাড়ে ৬টায় ডিসিসিআই অডিটোরিয়ামে ব্রিফিং শুরু হবে।

ডিএমপি কমিশনারের কর্মসূচি

ডিএমপি এবং জাইকার উদ্যোগে পরিচালিত ডিআরএসপি প্রজেক্টের ‘রোড সেফটি পোস্টার অ্যান্ড স্লোগান কনটেস্ট-২০২৪’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান।

জয় বাংলা ম্যারাথন নিয়ে ব্রিফিং

৭ জুন অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা ম্যারাথনের’ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রেস ব্রিফিং করবেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা। সকাল সাড়ে ১০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এই ব্রিফিং শুরু হবে।

নৌপ্রতিমন্ত্রীর কর্মসূচি

বিআইডব্লিউটিএ অফিসার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান হবে। বিকেল ৫টায় ঢাকায় ইস্কাটনস্থ বিয়াম ফাউন্ডেশনে এই অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

ভোক্তা অধিদফতরের কর্মসূচি

বেলা ১১টায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ওমেগা-৩, ফলিক এসিড, ভিটামিন‌‘ই’সমৃদ্ধ অর্গানিক ডিম বিক্রয় বিষয়ে সুপার শপ, ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দফতর সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান।

মেয়র আতিকের কর্মসূচি

হরিরামপুর ও তুরাগ এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে যাবেন তিনি।