সরকার গঠনে নাইডু, নীতিশের কাছ থেকে লিখিত সমর্থন নিয়েছে বিজেপি
লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সরকার গঠনে নিজেদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোটের অন্যতম দুই শরিক দল জনতা দল (ইউনাইটেড) বা জেএডইউ ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) সমর্থন লাগবে বিজেপির। আর এ জন্য জেএডইউ প্রধান নীতিশ কুমার ও টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর কাছ থেকে লিখিত নিয়েছে দলটি। এর ফলে সরকার গঠনে তাদের সামনে বাধা থাকছে না।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, লোকসভা নির্বাচন ২৯৩ আসন পেয়েছে এনডিএ জোট। এর মধ্যে ২৪০ আসন পেয়েছে বিজেপি। তবে সরকার গঠনে অন্তত ২৭২ আসন দরকার হবে। জোটসঙ্গীদের সমর্থন নিয়ে আগামী শনিবার সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সমর্থন বিজেপির জন্য সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। ওই দুই নেতা এখন এনডিএ জোটে থাকলেও দুজনের রাজনৈতিক কৌশল আর জোট বদল করার রেকর্ড রয়েছে। তাই এবার তাদের সমর্থনের বিষয়টি লিখিত নিয়ে রেখেছে বিজেপি। গতকাল মঙ্গলবার রাতে তাদের লিখিত সমর্থন নেওয়া হয় বলে বিজেপির একটি সূত্র জানিয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
প্রধান নীতীশ কুমার একটা সময়ে বিজেপির জোটসঙ্গী থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং বিজেপি-বিরোধী দলগুলোকে নিয়ে ‘ইন্ডিয়া’ জোট গঠনের অন্যতম কারিগরও ছিলেন তিনি। তবে এবছরের জানুয়ারিতে আবারও জোট বদল করে এনডিএ-তে যোগ দেন তিনি। বিহারে এখন এনডিএ-র সঙ্গে সরকার চালাচ্ছেন তিনি। লোকসভা নির্বাচনেও এই জোটের সঙ্গী ছিল নীতিশের দল জেডিইউ।
নীতিশের দল বিহারে ১২ টি আসন জিতেছে। বিজেপিও এখানে ১২টি আসন পেয়েছে। এনডিএ-র অন্যান্য সঙ্গীদের মধ্যে এলজেপি (রাম বিলাস) পাঁচটি এবং জিতন রাম মাজির দল একটি আসন পেয়েছে। অর্থাৎ বিহারে এনডিএ পেয়েছে মোট ৩০টি আসন। পূর্ণিয়ায় নির্দল প্রার্থী পাপ্পু যাদব একটি আসনে জয়ী হয়েছেন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬টি আসন। লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যটিতে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল।