যুবদল সভাপতি টুকু কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৪, ২০:৩৬
শেয়ার :
যুবদল সভাপতি টুকু কারামুক্ত

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জামিনে কারামুক্ত হয়েছেন। আজ বুধবার ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

এ তথ্য নিশ্চিত করেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। তিনি জানান, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুলতান সালাউদ্দিন টুকু জামিনে মুক্ত হন। যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জেল গেটের বাইরে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন নেন। 

গত ২৯ এপ্রিল ঢাকার নিম্ন আদালতে আত্মসমাপর্ণ করে জামিন আবেদন করেন সুলতান সালাউদ্দিন টুকু। তবে তার আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারের যাওয়ার আগ পর্যন্ত টুকুর বিরুদ্ধে ৩১৩টি মামলা হয়। এর মধ্যে তিনটি মামলায় আদালত তাকে সাড়ে সাত বছরের সাজা দেয়। এই তিন মামলায় তিনি আত্মসমার্পণ করেছিলেন।