সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্র ঘুরলেন ছাত্রলীগ নেতা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৮:৩৮
শেয়ার :
সাংবাদিক পরিচয়ে ভোটকেন্দ্র ঘুরলেন ছাত্রলীগ নেতা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে সাংবাদিক পরিচয়ে গলায় কার্ড ঝুলিয়ে ভোটকেন্দ্র দাপিয়ে বেড়ালেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তবে তিনি কখনো কোনোদিন উপজেলায় সাংবাদিকতা করেছেন এমন তথ্য স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানেন না বলে জানান।

আজ বুধবার উপজেলার চাঁন্দগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে সাংবাদিক পরিচয়ধারী ওই ছাত্রলীগ নেতাকে পাওয়া যায়। এ সময় তাকে সাংবাদিক পরিচয়ে কেন্দ্র ঘুরে বেড়াতে দেখা যায়। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘প্রতিদিনের চিত্র’ নামের একটি গণমাধ্যমের সাংবাদিক পরিচয়ে জলিল নির্বাচন কমিশন কার্যালয় থেকে কেন্দ্র পরিদর্শন করে সংবাদ সংগ্রহ করার অনুমতি কার্ড সংগ্রহ করেন। কার্ডে নির্বাচন কমিশন কার্যালয়ের সিল রয়েছে। এছাড়াও জেলা নির্বাচন অফিসারের স্বাক্ষরও রয়েছে।

স্থানীয়রা জানান, সাংবাদিক পরিচয় দেওয়া ওই ছাত্রলীগ নেতা মূলত নির্বাচনে কর্তৃত্ব স্থাপনের জন্যই অবৈধ ও মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকতার কার্ড সংগ্রহ করেছেন।

নাঙ্গলকোটের স্থানীয় সাংবাদিকরা জানান, স্থানীয় বা জাতীয় কোনো পত্রিকায় ওই ছাত্রলীগ নেতা কাজ করেন বলে তারা জানেন না। তিনি সরকারদলীয় রাজনৈতিক দলের নেতা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুল জলিল আমাদের সময়কে বলেন, ‘আমি সাংবাদিক না, একথা সত্য। আমি মূলত স্থানীয় একজন সাংবাদিককে ২ হাজার টাকার মাধ্যমে এই কার্ডটি সংগ্রহ করেছি। তিনি কিভাবে সংগ্রহ করেছেন, আমি জানি না।’ 

কুমিল্লা জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তিনি ছাত্রলীগ নেতা কিনা সেটা আমরা জানি না। তিনি কোন একটি পত্রিকার সাংবাদিক দেখিয়ে আবেদন করায় আমরা কার্ড ইস্যু করেছি।