রাজধানীর সড়কে পড়ে ছিল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৪, ১৬:২৪
শেয়ার :
রাজধানীর সড়কে পড়ে ছিল মরদেহ

রাজধানীর রামপুরা এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে সড়কের আইল্যান্ড থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স ৫৫ থেকে ৬০ বছর। তবে এখনো তার পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরার ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে সড়কের আইল্যান্ডে এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে বলে খবর পাই। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’