পদ্মার এক বোয়ালের দাম ২৩ হাজার টাকা

রাজবাড়ী প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৪:৫৯
শেয়ার :
পদ্মার এক বোয়ালের দাম ২৩ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী ১০ কেজি ৪শ গ্রাম ওজনের এক বোয়াল মাছ ক্রয় করেছেন ২২ হাজার ৮৮০ টাকায়। আজ বুধবার ভোরে মাছটি পদ্মা নদীর ১নং ছাত্তার মেম্বার পাড়া‍`র কলা বাগান এলাকা থেকে জেলে আয়জাল প্রামানিকের চায়না দুয়ারী জালে ধরা পরে।

দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উপজেলার উজানচর ইউনিয়ন চর কর্ণেরশন জেলে আয়জাল প্রামাণিকের বাড়িতে যেয়ে দর দাম করে ২হাজার ২শ টাকা কেজি ধরে ২২ হাজার ৮৮০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন। পরে সকাল ৯ টার দিকে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ৫নং ফেরি ঘাটে শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের উৎসুক জনতা মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমান। 

মৎস্য আড়তের মালিক ব‍্যবসায়ী শাহজাহান শেখ বলেন, সকালে মাছটি ক্রয় করে ৫নং ফেরি ঘাটের পন্টুনের সাথে রশি দিয়ে পদ্মা নদীর পানিতে বেঁধে রাখা হয়েছে। এখন দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হচ্ছে। কিছু লাভ পেলেই মাছটি বিক্রি করবেন।