৪৯১ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ২২৪, কংগ্রেস ৮৮

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৪, ০২:০৯
শেয়ার :
৪৯১ আসনের চূড়ান্ত ফল: বিজেপি ২২৪, কংগ্রেস ৮৮

ভারতের লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ৪৯১টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব আসনের ফলাফল ঘোষণা করে।

এতে দেখা গেছে, এর মধ্যে বিজেপি একা পেয়েছে ২২৪টি আসন। কংগ্রেস পেয়েছে ৮৮টি আসন। সমাজবাদী দল পেয়েছে ৩৬টি আসন। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। আর বাকি আসনগুলো পেয়েছে অন্যান্য দলগুলো।

নির্বাচন কমিশন সর্বশেষ আপডেটে জানিয়েছে, বিজেপি ২৪০টি আসনে জয় পেতে পারে। অপরদিকে কংগ্রেস পেতে পারে ৯৯টি আসন। যার অর্থ এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। 

এদিকে প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা তার চেয়ে কম থাকে।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। তবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে বিজেপি জিতলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে এনডিএ জোট শরিকদের ওপর নির্ভর করতে হবে বিজেপিকে।