আবারও এনডিএর ওপর ভরসা রেখেছে জনগণ: মোদি
ভারতের লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। তবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বিজেপি। ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৪২টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত ৩০টি কম। তবে জোট হিসেবে এগিয়ে গেছে এনডিএ। এই সম্ভাব্য জয়ের পর মোদি বলেছেন, জনগণ আবারও এনডিএর ওপর ভরসা রেখেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স এ দেওয়া এক পোস্টে মোদি বলেন, তৃতীয়বারের জন্য এনডিএর উপর ভরসা রেখেছে ভারতের জনগণ৷ ভারতের ইতিহাসে এটা এক ঐতিহাসিক কীর্তি।’
তিনি বলেন, আমাদের ওপর এই আস্থার জন্য আমি জনগণকে সম্মান জানাই এবং গত এক দশকের ভালো কাজগুলো অব্যাহত রাখার আশ্বাস দিচ্ছি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এ ছাড়া দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, শুধু শব্দের মাধ্যমে তাদের পরিশ্রমের সঠিক মূল্যায়ন করা যাবে না।
লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ফলে দেখা যায়, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩টি এবং ইন্ডিয়া জোট পেয়েছে ৩১ আসন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস