পশ্চিমবঙ্গ থেকে এমপি হলেন ‘বহিরাগত’ ৩ তারকা
লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে নির্বাচন করে সংসদ সদস্য (এমপি) হলেন ‘বহিরাগত’ তিন তারকা। এ তিন তারকা হলেন বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহা, ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক দুই সদস্য কীর্তি আজাদ ও ইউসুফ পাঠান। তারা কেউই পশ্চিমবঙ্গের বাসিন্দা না হলেও নির্বাচন করেছেন এ রাজ্যে। তিনজনই ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, শত্রুঘ্ন সিনহা ও কীর্তি আজাদ বিহারের বাসিন্দা, আর ইউসুফ পাঠানের বাড়ি গুজরাটে। তারকাখ্যাতির জন্য তাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসনে প্রার্থী করে তৃণমূল।
মুর্শিদাবাদের বহরমপুরের মতো ‘হেভিওয়েট আসনে’ বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্য ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমকই দিয়েছিল তৃণমূল। এ আসনে তার প্রতিদ্বন্ধী প্রার্থী ছিলেন সর্বভারতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি অধীর চৌধুরী। প্রায় ৮৫ হাজার ভোটের ব্যবধানে অধীরকে হারিয়েছেন ইউসুফ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
পরাজয়ের পর অধীর চৌধুরী বলেছেন, ‘বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদের চেষ্টার কোনও ত্রুটি ছিল না। পর পর পাঁচ বার জিতেছিলাম। মানুষের দোয়া-আশীর্বাদের ত্রুটি ছিল না। মানুষ মনে করছিল জেতানো দরকার, জিতিয়েছিল। এখন মনে করেছে যে কোনো দরকার নেই , তাই জেতায়নি। কিন্তু নির্বাচন তো নির্বাচন। হেরেছি মানে হেরেছি।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২২ সালে আসানসোললে উপনির্বাচনে জিতে এমপি হন শত্রুঘ্ন সিনহা। এবারও এ আসনে তাকে প্রার্থী করে তৃণমূল। আর বিজেপি এ আসনে মনোনয়ন দেয় ভোজপুরি তারকা পবন সিংহকে। সিনেমায় তার ভূমিকা ‘বাঙালিবিরোধী’ বলে দাবি করে সরব হয় তৃণমূল। পবন সরে দাঁড়ান। পরে এখানে প্রার্থী করা হয় অহলুওয়ালিয়ার সিংহকে। তাকে সহজেই হারিয়েছেন ‘খামোস’খ্যাত তারকা।
বর্ধমান-দুর্গাপুর আসনে কীর্তি আজাদকে প্রার্থী করে তৃণমূল। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজ়াদকে প্রার্থী করার পরে স্থানীয় তৃণমূলের একাংশের আশঙ্কা ছিল, তার ভাষার সমস্যা গ্রামীণ এলাকায় জনসংযোগে অন্তরায় হতে পারে। বিজেপি প্রার্থী ও দলটির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কীর্তিকে ‘বহিরাগত’ উল্লেখ করে তাকে ‘প্যাক’ করে বিহারে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। তবে ভোটের ফলে দেখা গেল ১ লাখ ৩৭ হাজার ভোটে জিতেছেন ৮৩’র বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস