জয় পেয়ে যা বললেন রাহুল

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৯:২৭
শেয়ার :
জয় পেয়ে যা বললেন রাহুল

ভারতের লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে দুই আসনে জয় পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উত্তর প্রদেশের রায় বরেলি আসনে জয়ী হয়েছেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বির থেকে চার লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন রাহুল। আর কেরালার ওয়েনেন্দ আসনেও নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপিএম প্রার্থী আনি রাজার থেকে তিন লাখ ভোট এগিয়ে জয় নিশ্চিত করেছেন তিনি। 

রেকর্ড এই জয় নিশ্চিত করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, আমাদের লড়াই ছিল ভারতীয় সংবিধান রক্ষার লড়াই। আর আমরা সেই লড়াইয়ে জয় পেয়েছি। জনগণ জানিয়ে দিয়েছে তারা নরেন্দ্র মোদি ও অমিত শাহের নেতৃত্ব চান না।

তিনি বলেন, ‘জনগণের রায় এখন স্পষ্ট। তারা মোদি-অমিত চান না। আগামীকাল আমরা জোটের শরীকদের সঙ্গে বৈঠকে বসবো। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা শরীকদের সম্মান করি। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করতে চাই।’

দুই আসনে জয় পাওয়ায় এখন যেকোনো একটিকে বেছে নিতে হবে রাহুলের। কোন আসনে তিনি পার্লামেন্ট সদস্য হবেন এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, এখনো বিষয়টি চূড়ান্ত করেনি। পরে চিন্তাভাবনা করে জানাবেন।

লোকসভা নির্বাচনে লড়াই হয়েছে মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ফলে দেখা যায়, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩টি এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১ আসন।

১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৪ দিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত সাত ধাপের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।