এনডিএ বনাম ইন্ডিয়া: কোন জোটে কারা
ভারতের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ‘ইন্ডিয়া’। ভোটের ফলে তাদের আধিপত্যে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি।
ভারতের লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে মূলত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে। ভারতীয় নির্বাচন কমিশনের সর্বশেষ প্রকাশিত ফলে দেখা যায়, ৫৪৩টি আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯৩টি এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩১ আসন।
এনডিএ জোটে ভারতীয় জনতা পার্টি-বিজেপি ছাড়াও রয়েছে,তেলেগু দেশাম পার্টি (টিডিএম), জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), জনতা দল (সেকুলার)
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
অন্যদিকে ইন্ডিয়া জোটের বড় দলগুলোর মধ্যে কংগ্রেস ছাড়া রয়েছে, সমাজবাদী পার্টি, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস, দ্রাবিড় মুন্নেত্র কাজগম (ডিএমকে), শিবসেনা (উদ্ধব ঠাকরে), জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (শারদ পাওয়ার), যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি), ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)- সিপিআই(এম)।
১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত ৪৪ দিনের বেশি সময় ধরে অনুষ্ঠিত সাত ধাপের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের জন্য দেশটিতে আজ ভোট গণনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, নির্বাচনে প্রায় ৯৭ কোটি মানুষ ভোট দেওয়ার যোগ্য ছিল। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটারসহ মোট ৬৪ কোটি ৩০ লাখ ভোটারের অংশগ্রহণে ভারত এবার একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস