লোকসভা নির্বাচন: ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

বিনোদন ডেস্ক
০৪ জুন ২০২৪, ১২:১৪
শেয়ার :
লোকসভা নির্বাচন: ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আজ মঙ্গলবার গণনার প্রথমে পোস্টাল ভোট গণনা হয়। এরপুর শুরু হয় ইভিএমের গণনা। প্রাথমিকভাবে গণনায় দেশটিতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি জোট। তবে আসন বাড়ছে কংগ্রেসের।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, গণনা শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে পশ্চিমবঙ্গে ৪২টি আসনের তৃণমূল ১৫টি এবং বিজেপি ২০টি আসনে এগিয়ে আছে। এ ছাড়া বাম একটি এবং কংগ্রেস দুটি আসনে এগিয়ে প্রাথমিক ট্রেন্ডে। 

যাদবপুরে লোকসভা আসনে প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ ছয় হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন। পিছিয়ে সিপিএমের সৃজন ভট্টাচার্য এবং বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

প্রাথমিক ভোট গণনায় এরই মধ্যে এগিয়ে রয়েছে এনডিএ। এনডিটিভির খবরে বলা হয়েছে, শুরুতে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৭২ আসনে এগিয়ে আছে। আর ইন্ডিয়া জোট পেয়েছে ১৭৮ আসন।

এদিকে, আনন্দবাজার পত্রিকার হিসেবে দেখা যাচ্ছে, বিজেপি পেয়েছে ২২৮ আসন। কংগ্রেস পেয়েছে ৮২ আসন। অন্যান্য দলগুলো পেয়েছে ১০২ আসন।

পশ্চিমবঙ্গে এবার বিজেপি বেশি আসন পাবে বলে বুথফেরত জরিপগুলো জানিয়েছিল। তবে বাংলায় এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ৬ আসন পেয়ে এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে ৪ আসন। কংগ্রেস পেয়েছে ২ আর সিপিএম ১ আসন।