পুলিশের ওপর হামলা, কারাগারে ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ২৩:৪২
শেয়ার :
পুলিশের ওপর হামলা, কারাগারে ২



ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় পরিচালনা করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর রসুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রাজউকের জোন-৭-এর অথরাইজড অফিসার রংগন মন্ডল জানান, রাজউকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ আব্দুল্লাহপুরের রসুলপুর বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় একটি নির্মাণাধীন একটি ভবনের কাগজপত্র যাচাই করতে চাইলে স্থানীয় বাসিনদা মো. রাসেল (৪৫) ও মো. উল্লাহ (৫০) নামের দুই লোক কাজে বাধা প্রদান করেন। এ সময় তারা দায়িত্বরত পুলিশের ওপর হামলা চালিয়ে আব্দুল্লাহ নামের এক পুলিশ সদস্যকে আহত করেন।

তিনি বলেন, পরবর্তীতে অভিযানের দায়িত্বে থাকা পুলিশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাদের দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে যথাক্রমে একমাস ও সাত দিনের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।