বিয়ের দাবিতে এনজিওকর্মীর বাড়িতে কলেজছাত্রীর অনশন

রাজবাড়ী প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ২২:৫০
শেয়ার :
বিয়ের দাবিতে এনজিওকর্মীর বাড়িতে কলেজছাত্রীর অনশন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে এনজিওকর্মীর বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। আজ সোমবার বেলা ১২টা থেকে বালিয়াকান্দি ইউনিয়নের পূর্ব মৌকুড়ি এলাকার পবন মল্লিকের ছেলে ভিপিকেএ ফাউন্ডেশনের কর্মী আব্দুল কাইয়ুম মল্লিকের (৩২) বাড়িতে অনশন শুরু করেন মোছা. মিতু খাতুন (২০) নামের ওই কলেজছাত্রী।  

পার্শ্ববর্তী পাংশা উপজেলার বাসিন্দা মিতু খাতুন বলেন, ‘১৫ দিন আগে একবার বিয়ের দাবিতে কাউয়ুম মল্লিকের বাড়িতে এসেছিলাম। তবে স্থানীয় লোকজন ও দুই পরিবারের মধ্যস্থতায় বাড়ি ফিরে গেলেও এবার সারাজীবন থাকতে কাউয়ুম মল্লিকের বাড়িতে আসছি। চার মাস আগে আমার বাড়িতে এনজিও শাখা খুলতে গিয়ে পরিচয় হয় কাইয়ুমের সঙ্গে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে আমার সঙ্গে সময় কাটিয়েছে সে।’

বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. স্বর্ণা বেগম বলেন, ‘এ মেয়েটি আগেও একবার এ বাড়িতে এসেছিল। সেদিন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল। আজ আবারও ওই মেয়ে এসেছে। ছেলের বাড়িতে কেউ নেই, ফলে মেয়ে বাড়ির বাইরে অবস্থান করছে। আর এনজিওকর্মী আব্দুল কাইয়ুম মল্লিক আগে দুই বিয়ে করেছে।’