কলেজছাত্রকে পুরস্কৃত করলেন প্রধানমন্ত্রী
‘আমার চোখে বঙ্গবন্ধু’ ভিডিওচিত্র
‘আমার চোখে বঙ্গবন্ধু’ শিরোনামে এক মিনিটব্যাপী ভিডিওচিত্র তৈরির প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে (উচ্চমাধ্যমিক ও তদূর্ধ্ব) প্রথম স্থান অধিকার করেছেন খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজের ছাত্র মো. মেহেদী হাসান (রনি)। গতকাল রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুইমারার কৃতী সন্তান রনির হাতে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন।
রনি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকার ইসরাইল হোসেন খোকন ও রোকেয়া বেগম দম্পতির বড় ছেলে। এ অর্জনের জন্য গুইমারা উপজেলা পরিষদ ও বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে মেহেদী হাসান রনিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।