রাতে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ১৭:০৪
শেয়ার :
রাতে নদীতে মাছ ধরতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে মাছ ধরতে গিয়ে শাহাদাৎ হোসেন ব্যাপারী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত ১০টার দিকে উপজেলার কামতা গ্রামের সুইচগেট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে।

সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাৎ হোসেন উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাঘপুর গ্রামের মৃত শহিদউল্যাহ ব্যাপারীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, ‘রবিবার রাতে শাহাদাৎ ও তার ভাই তাজু ওই এলাকায় মাছ ধরতে যান। এ সময় একটি মাছ দেখতে পেয়ে তাজু টেঁটা দিয়ে কোপ দেন। তখন শাহাদাৎ নদীতে নেমে টেঁটা থেকে মাছটি ধরতে গেলে হঠাৎ তাকে যেন কেউ নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন মনে হয়। এ সময় তার ভাই তাজু তাকে বাঁচাতে নদীতে নামলে তাকেও নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন কিছু অনুভব করেন। তাজু কোনোভাবে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও শাহাদাৎ পারেননি।

তিনি আরও বলেন, ‘ওই স্থানে অনেকেই মাছ শিকার করছিলেন। তাদের চিৎকারে লোকজন গিয়ে শাহাদাৎকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে তার শরীরের কোথাও কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তাজুর অবস্থা আশঙ্কাজনক। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দত্ত বলেন, ‘শাহাদাতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’